GRE Test Day at AAA: Step by Step


এই ডকে GRE পরীক্ষার দিন আপনাকে যেসব স্টেপের মধ্য দিয়ে যেতে হবে সেটা বিস্তারিত লেখার চেষ্টা করেছি। এগুলো আগে থেকে জানাটা আবশ্যক কিছু না, সবকিছুই আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে Instruction দিয়ে দেয়া হয় টেস্ট সেন্টার থেকে। এরপরেও যদি আগে থেকে মানসিক প্রস্তুতি থাকে কী কী ঘটবে তবে খারাপ হয় না।

পরীক্ষার আগেই সম্ভব হলে কোন একদিন সেন্টার দেখে আসুন। পরীক্ষার দিন কোন কারনে বের হতে দেরি হলে সেন্টার খুঁজে বের করার সময়টা বাঁচবে। AAA তে ৫০০ টাকা দিয়ে Mock Test দেয়া যায়। Powerprep এর দুইটা এবং Barron এর দুইটা এই চারটা টেস্টের মধ্যে যেকোন একটা ওখানে বসে দিতে পারেন। সেন্টার দেখে আসাও হবে আবার একটা ফুল টেস্টও দেয়া হবে।

পরীক্ষার দিন আপনার সাথে অবশ্যই পাসপোর্টের অরিজিনাল এবং ETS এর টিকেট কনফার্মেশনের প্রিন্ট আউট সাথে থাকতে হবে। সাথে ব্যাগ নেয়া যাবে তবে পরীক্ষার সময় সেটা বাইরে রেখে দিতে হবে। মাঝের ১০ মিনিটের ব্রেকে খাবার জন্য হালকা খাবার যেমন বিস্কুট, চকলেট বার এবং পানির বোতল ব্যাগে নিতে পারেন। সাথে একটি কলম রাখবেন তবে সেটা পরীক্ষা দিতে কাজে আসবে না। নিজের ক্যালকুলেটর/পেন্সিল/শার্পনার/ইরেজার ব্যবহার করা যাবে না।

যদি পরীক্ষা ৯ টায় হয়, সাড়ে আটটার মধ্যে সেন্টারে উপস্থিত হতে হবে। সেখানে প্রথমে বাইরের রুমে আপনার পকেট এবং ব্যাগে কি কি জিনিস আছে সেটা দেখাতে হবে এবং আপনাকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। মেয়ে পরীক্ষার্থীদের পকেট চেক করা হবে না। সাথে মোবাইল ফোন থাকলে সেটা বন্ধ করে ফেলতে হবে এবং ব্যাগের ভেতর রেখে দিতে হবে।

চেকিং শেষ হলে একজন একজন করে লিস্ট দেখে নাম ডাকা হবে। আপনার সাথের পাসপোর্ট এবং টিকেট কনফার্মেশন প্রিন্টআউট জমা দিতে হবে এবং আপনাকে বোর্ডে লাগানো একটি ফর্ম দেয়া হবে। ফর্ম নিয়ে টেস্টিং জোনের প্রথম রুম বা ওয়েটিং রুমে ঢুকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে।

সব পরীক্ষার্থী ওয়েটিং রুমে প্রবেশ করার পর ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটা বুঝিয়ে দেয়া হবে। ফর্মে একটা স্টেটমেন্ট থাকবে যে প্রশ্ন বাইরে প্রকাশ করা যাবে না। সেটা দেখে দেখে কপি করে লিখতে হবে এবং সাইন দিতে হবে। সাইন দেয়ার সময় পাসপোর্টের সাইন দিতে হবে এবং তারিখের ফরম্যাট

মাস/দিন/বছর এভাবে দিতে হবে। লেখার শুরুতে সাথে যে কলম নিতে বলেছি সেটা এই ফর্ম পূরণ করার জন্যই। ওয়েটিং রুমে ওয়াশরুম আছে, চাইলে প্রয়োজনীয় কাজগুলো সেরে নেয়া যাবে।

সবার ফর্ম পূরণ করা হলে সাধারণ কিছু নির্দেশনা দেয়া হবে।

১। পরীক্ষা চলাকালীন মুখ দিয়ে কোন শব্দ করা যাবে না।

২। ৬ টি রাফ পেপার স্টেপলার করা অবস্থায় দেয়া হবে এবং একটি পেন্সিল শার্প করে দেয়া হবে। স্টেপলারটি খোলা যাবে না।

৩। যদি কাগজ শেষ হয়ে যায়, কাগজসহ হাত মাথার উপর তুলতে হবে। আগের কাগজ জমা দিয়ে নতুন কাগজ দেয়া হবে । যদি পেন্সিল ভোতা হয়ে যায় তবে পেন্সিলসহ হাত তুলতে হবে, নতুন শার্প করা পেন্সিল দেয়া হবে। যদি রুমের তাপমাত্রা বা কোন শব্দের কারণে বিরক্ত হন তবে শুধু হাত তুলতে হবে।

৪। টেস্ট রুম থেকে বের হওয়া এবং ঢোকার সময় পাসপোর্ট সাথে থাকতে হবে। অন্য কোন কাগজ নিয়ে টেস্ট সেন্টারে প্রবেশ নিষেধ।

সবকিছু ব্রিফ করার পর আবার একজন করে নাম ধরে ডাকা হবে। ওয়েটিং রুম থেকে এবার পরবর্তী রুমে যেতে হবে। এই রুমে বেশকিছু স্টেপ আছে।

· প্রথমে আপনার ব্যাগ রেখে দিতে হবে। ব্যাগ না থাকলে লকার দেয়া হবে মোবাইল, মানিব্যাগ এগুলা রাখার জন্য। লকারের চাবি আপনার কাছে থাকবে। পকেটে শুধু রুমাল রাখা যাবে। অন্য সবকিছু বের করে নিতে হবে।

· এরপর আপনি রেজিস্ট্রেশনের সময় যেসব ইনফো দিয়েছেন সেগুলো একটা স্ক্রীনে দেখানো হবে। ইনফো তে কোন ভুল থাকলে সেটা এখানে ঠিক করে নেয়া যাবে। এখানে ভুল ঠিক না করা হলে এরপর আর ঠিক করা যাবে না। আপনার পাসপোর্টের সাথে ইনফরমেশন না মিললে AAA থেকে ETS এর কাছে একটা রিপোর্ট যাবে।

· ইনফরমেশন চেক করা হলে ক্যামেরায় ফটো তোলা হবে। চশমা পরিহিতদের চশমা খুলে

ছবি তুলতে হবে।

· এরপর একটা কাগজে সিগনেচার এবং দেয়ালের ঘড়ি দেখে সময় লিখতে হবে [সাইন ইন]। যতবার এই রুম থেকে ওয়েটিং রুমে যাওয়া হবে ততবার সাইন আউট করতে হবে এবং সময় লিখতে হবে। আবার ভেতরে আসার সময় সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনার কম্পিউটার দেখিয়ে দেয়া হবে এবং সেখানে বসে পরীক্ষা শুরু করতে হবে। আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দিয়ে দেয়া হবে। যতবার বাইরে যাবেন ততবার সাথে পাসপোর্টটা রাখতে হবে।

· পরীক্ষা শুরুর আগে আপনাকে দুইটা ইনফরমেশন দিতে হবে। আপনার বর্তমান Educational Status এবং Intended Major Field of Study. ইনফরমেশন দিয়ে Continue দিলে Analytical Writing সেকশন শুরু হয়ে যাবে। পরীক্ষার নিয়মকানুন সবকিছু আপনার আগেই জানা থাকবে, Powerprep এই দেয়া আছে। এগুলা আবার পড়ে সময় এবং চোখের এনার্জি নষ্ট করবেন না। সরাসরি পরীক্ষা শুরু করে দেবেন।

১ মিনিটের ছোট বিরতিঃ

প্রতি সেকশনের মাঝে একটা ৬০ সেকেন্ডের ব্রেক থাকে। সেটা শেষ হলে আপনি continue বাটনে প্রেস না করা পর্যন্ত পরের সেকশন শুরু হবে না। সুতরাং ১ মিনিটের ব্রেকে আসলে চাইলে আপনি কিছুটা বেশি সময় নিতে পারেন।

১০ মিনিট বিরতিঃ

Analytical Writing এবং এরপর দুইটা সেকশন শেষে অর্থাৎ ২ ঘন্টা পর ১০ মিনিটের ব্রেক নেয়া যাবে। ব্রেক ১০ মিনিটের হলেও সাইন ইন-আউট করা এবং চেকিং এ কিছু সময় নষ্ট হয়। সুতরাং ব্রেক আসলে ৮ মিনিট মত পাওয়া যাবে। ব্রেকের সময় আপনি ব্যাগ নিয়ে বাইরে ওয়েটিং রুমে চলে আসতে পারবেন। ব্যাগের মধ্যে কোন কাগজ বা মোবাইল ফোনে হাত দেয়া যাবে না। খাওয়া-দাওয়া এবং ওয়াশরুমের কাজ এখানে সেরে নিতে হবে।

ব্রেক শেষ করে সাইন ইন করে ভেতরে যাবার পর এখানে একবার চেক করা হবে। এরপর স্ক্রীনে Information Is Correct বাটনে ক্লিক করলে পরের সেকশন শুরু হয়ে যাবে। কোন কারণে ১০ মিনিটের বেশি সময় নিলে পরীক্ষা থেকে কাটা যাবে না, কারণ বাটন ক্লিক না করা পর্যন্ত পরীক্ষা শুরু হয় না। তবে ১০ মিনিটের অতিরিক্ত সময় নিবেন না কারণ ETS এর কাছে আপনার সাইন ইন এবং সাইন আউট টাইমিং লগটা পাঠানো হয়।

লক্ষ্য করুন সবার পরীক্ষা এক সময়ে শুরু হচ্ছে না। তেমনি সবার ১০ মিনিট ব্রেকও একসাথে হবে না। সুতরাং আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন আরেকজনের ব্রেক। রুমে যাওয়া আসা চলবে কিছু সময় যা কিছুটা Distract করতে পারে আপনাকে।

স্কোর রিপোর্টিংঃ

সবগুলা সেকশন শেষ হবার পর Report Score এ ক্লিক করতে হবে। প্রথমে জানতে চাওয়া হবে যে Undergraduate এর University তে স্কোর পাঠাতে চান কিনা। এটা স্কিপ করতে হবে। Add বাটনে ক্লিক করে University Add করতে হবে। স্টেট এবং কোড দিয়ে সার্চ করা যাবে। আপনি যে ৪ টি জায়গায় স্কোর পাঠাতে চান সেগুলার নাম ঠিক করে যাবেন। University ওয়েবসাইট থেকে Institution Code এবং Department Code দেখে যেতে পারেন। কোন Department এ পাঠাতে চান ডিসিশন না নেয়া হলে deparment code স্কিপ করতে পারেন।

স্কোর রিপোর্টিং এর সময় Continue বাটনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ৪ টা University এক এক করে Add করার পরেই Continue বাটনে ক্লিক করতে হবে। একটা Add করেই যদি Continue করেন তাহলে আর বাকি ৩ টা সিলেক্ট করা যাবে না।

আপনার স্কোর রিপোর্টিং শেষে Continue বাটনে ক্লিক করতে থাকলে একসময় Prometric এর লোগো দেখাবে এবং ডেস্কটপ চলে আসবে। আপনার GRE এখানেই শেষ। রাফ কাগজ এবং পেন্সিল জমা দিন, শেষবারের মত সিগনেচার দিয়ে টাইম লিখে বের হয়ে আসুন।

Written by Masudul Hassan Quraishi

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *