প্রথমেই অভিনন্দন সবাইকে যারা মেক্সট (MEXT) বৃত্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রিত হয়েছেন. আরো বেশি অভিনন্দন এবং আন্তরিক শুভকামনা রইলো তাদের প্রতি যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নি.
চেষ্টা করে যান, সফলতা আসবেই.
মেক্সট বৃত্তির ইন্টারভিউ কেমন হতে পারে তা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছেন. আসলে এই ইন্টারভিউ সাধারণ ইন্টারভিউয়ের মতোই যেখানে আপনাকে বেশকিছু প্রশ্ন করা হবে. প্রশ্নগুলো মূলত হবে দুই ধরণের – ব্যক্তিগত প্রশ্ন এবং জাপানে পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন.
আপনাদের সুবিধার জন্য বেশকিছু সম্ভাব্য প্রশ্ন দিলাম. আশা করছি আপনাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে.
১. Please tell us about yourself.
২. Shortly tell us about your educational background.
৩. Are you working somewhere now?
৪. Why do you want to study in Japan?
৫. What program do you want to pursue in Japan?
৬. What is your research about?
৭. Why do you want to conduct such research in Japan?
৮. What is the expected outcome and contribution of your research?
৯. Do you know Japanese language?
১০. Which university have you chosen for studying in Japan?
১১. Do you have any previous experience of studying abroad?
১২. Do you have any dependents?
১৩. Will you bring your dependents to Japan as well?
১৪. How will you manage the financial obligations of your dependents?
১৫. What is the plan after completing the proposed degree in Japan?
১৬. How will your study benefit the people of Japan and Bangladesh?
১৭. How will you promote friendship between Bangladesh and Japan through studying in Japan?
মোটামুটি এই রকম প্রশ্নগুলোই করা হয়ে থাকে ইন্টারভিউতে. তাই একদম চিন্তা করে না ঠান্ডা মাথায় উত্তর দিবেন. ইন্টারভিউতে ভালো করার উপায় হচ্ছে ধীরস্থির ভাবে প্রশ্নের উত্তর দেয়া.
সবার সাফল্য কামনা করছি.
ভালো থাকুন, নিরাপদে থাকুন.
আর অন্যায়কে সর্বদা না বলুন. একে অন্যের সাহায্য করুন.
লিখেছেন-
নূর-আল-আহাদ
বিবিএ (ইউনিভার্সিটি অফ ঢাকা) ১৪ তম ব্যাচ
এমবিএ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া)
ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং গবেষক (জাপান)