মেক্সট (MEXT) স্কলারশিপ পরীক্ষার প্রস্তুতি


প্রথমে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা মেক্সট বৃত্তি -এম্বাসি ট্র্যাকে শর্টলিস্ট হয়েছেন.
আর অনেক শুভকামনা রইলো যারা শর্টলিস্টেড হন নি. যারা শর্টলিস্টেড হন নি, তাদেরকে বলবো মন খারাপ না করে আরো বেশি উদ্যম নিয়ে অন্য জায়গাগুলোতে চেষ্টা করতে. আজকাল পৃথিবীর সব দেশেই ভালো লেখাপড়ার সুযোগ আছে এবং অবশ্যই বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে. তাই চেষ্টা চালিয়ে যান.
আর যারা শর্টলিস্টেড হয়েছেন তাদের অনেকেই আমাকে মেসেজ করেছেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু নির্দেশনা দিতে. আসলে যে কোনো পরীক্ষায় ভালো করার পূর্ব শর্ত হচ্ছে পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা থাকা.
মেক্সট এ যারা রিসার্চ স্টুডেন্ট (মানে মাস্টার্স এবং পিএইচডি) ক্যাটাগরিতে শর্টলিস্টেড হয়েছেন তাদের মূলত দুইটি বিষয়ের উপর প্রশ্ন করা হবে –
১. ইংরেজি
২. জাপানিজ
অনেকেই প্রশ্ন করেন কিংবা করছেন যে আমি জাপানিজ পারি না, তাহলে কেন জাপানিজ পার্টের পরীক্ষা দিতে হবে.
আসলে এটা মেক্সট এর নিয়ম যে ক্যান্ডিডেটকে ইংরেজি এবং জাপানিজ দুইটি বিষয়ের উপর পরীক্ষা নেয়া হয়.
আপনি যেহেতু ইংরেজি ভার্শনে মাস্টার্স কিংবা পিএইচডি করবেন জাপানে, তাই আপনাকে অবশ্যই ইংরেজি সেক্শনে ভালো করতে হবে. জাপানিজ সেক্শনে আপনি শুন্য পেলেও সমস্যা নেই. কিন্তু অবশ্যই দুটি অংশের উত্তর করবেন.
আবার যারা ব্যাচেলর ডিগ্রীর জন্য শর্টলিস্টেড হয়েছেন তাদের জন্য পরীক্ষায় থাকবে –
১. ইংরেজি
২. জাপানিজ
আবার বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের জন্য যারা ব্যাচেলর ডিগ্রির জন্য শর্টলিস্টেড হয়েছেন তাদের ফিজিক্স এবং গণিত নিয়ে আরো ২ টি পার্ট থাকবে. আর সোশ্যাল সায়েন্সের ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদনকারীগণ গণিতেরও পরীক্ষা দিবেন.
এখন রিসার্চ স্টুডেন্ট (মাস্টার্স এবং পিএইচডি) আর ব্যাচেলর স্টুডেন্টদের ইংরেজি বিষয়ের প্রশ্ন সাধারণত একই ধরণের হয়ে থাকে.
মেক্সট এর পরীক্ষার ইংরেজি অংশে –
১. ইংরেজি অংশের জন্য মোট সময় ৬০ মিনিট.
২. ইংরেজি অংশে মূলত এই ধরণের প্রশ্ন থাকে-
<> Word selection for sentence completion – ১০ টি প্রশ্ন
<> Word or phrase selection for sentence completion- ১০ টি প্রশ্ন
<> Grammatically incorrect part selection – ১০ টি প্রশ্ন
<> Reading Passage Filling with given choices- ১০ টি প্রশ্ন
<> Reading comprehension 1 – ৫ টি প্রশ্ন
<> Reading comprehension 2 – ৫ টি প্ৰশ্ন
৩. এই অংশের কোনো পাস নম্বর উল্লেখ করা নেই. তাই এই অংশে যত ভালো করা যায় ততই ভালো.
৪. মেক্সট বৃত্তির পরীক্ষাতে নেগেটিভ নাম্বারিং নেই বলেই জানি. তারপরও পরীক্ষার আগে বিষয়টি কন্ফার্ম করে নিবেন.
মেক্সট এর পরীক্ষার জন্য এইভাবে পড়তে পারেন –
১. বিগত বছরগুলোর সব প্রশ্নের সমাধান করতে হবে. নিচের ওয়েবসাইটে ২০১৬ থেকে ২০১৪ পর্যন্ত প্রশ্নগুলো পাবেন.
https://www.studyjapan.go.jp/en/toj/toj0302e-32.html#১
২. ইংরেজি অংশের জন্য বেসিক লেভেল এর (আমাদের দেশের হাই স্কুল লেভেলের ভোকাবুলারি জানা থাকলেই হবে).
৩. আবার ইংরেজি অংশের জন্য বেসিক গ্রামারও জানতে হবে. বেসিক গ্রামারের জন্য যে কোনো বেসিক লেভেল এর গ্রামার বই দেখতে পারেন.
৪. জাপানিজ পড়ার যদিও কোনো দরকার নেই, কিন্তু যারা মানসিক পরিতৃপ্তির জন্য জাপানিজ একটু হলেও পড়তে চান তারা এই সাইটটি দেখতে পারেন –
https://www.nhk.or.jp/lesson/bengali/
৫. ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি রিলেটেড প্রশ্নের অনুশীলনের জন্য এই সাইটটি দেখতে পারেন –
https://www.examenglish.com/leveltest/grammar_level_test.htm
পরিশেষে, মেক্সট বৃত্তির জন্য যে পরীক্ষা নেয়া হয়, তা আসলে মোটেও তেমন কঠিন নয়. অনেকেই পরীক্ষায় খারাপ করেন অতিরিক্ত চাপের কারণে. তাই বলবো মাথা ঠান্ডা করে সবগুলো প্রশ্নের উত্তর দিবেন.
আর এম্বাসির পক্ষ থেকেও আপনাদের একটা ইমেইল করা হবে পরীক্ষার সম্পর্কে তথ্য নিয়ে. তবে আশা করছি আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তরই এই পোস্টটির মাধ্যমে পেয়ে যাবেন.
ভালো থাকুন, নিরাপদে থাকুন.
আর অন্যায়কে সর্বদা না বলুন. একে অন্যের সাহায্য করুন.

লিখেছেন-
নূর-আল-আহাদ
বিবিএ (ইউনিভার্সিটি অফ ঢাকা) ১৪ তম ব্যাচ
এমবিএ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া)
ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং গবেষক (জাপান)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *